• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মোস্তাফিজের আইপিএল মেয়াদ বাড়াল বিসিবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০৬:৩১ পিএম
মোস্তাফিজের আইপিএল মেয়াদ বাড়াল বিসিবি
মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘কাটারমাস্টার’খ্যাত পেসার মোস্তাফিজুর রহমান এই মুহূর্তে ভারতের আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলছেন। বেশ ভালো ফর্মে রয়েছেন তিনি।

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে মোস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা খুবই কাজে লাগবে। সে কথা ভেবেই হয়তো তার আইপিএলের জন্য ছুটির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছিল এই পেসারকে। এবার তার এনওসির মেয়াদ বাড়ানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস।

মোস্তাফিজের এনওসির মেয়াদ ১ দিন বাড়িয়ে ১ মে পর্যন্ত করেছে বিসিবি। ১ মে চেন্নাই ও পাঞ্জাবের ম্যাচ রয়েছে। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচ খেলেই পরদিন ২ মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। নাফিস বলেন, ‘মোস্তাফিজের একদিন ছুটি বাড়ানো হয়েছে। ১ তারিখ ম্যাচ আছে তার, সেই ম্যাচের পরদিন সে দেশে ফিরবে।’

মোস্তাফিজ এ পর্যন্ত ১০ উইকেট পেয়ে এবারের আইপিএলে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী হিসেবে রয়েছেন। তার ওপরে রয়েছেন ভারতের চাহাল।

 

Link copied!