কমলা হ্যারিসের সমর্থনে মাঠে বাস্কেটবল সুপারস্টার লেব্রন জেমস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৬:৩৬ পিএম
কমলা হ্যারিসের সমর্থনে মাঠে বাস্কেটবল সুপারস্টার লেব্রন জেমস
লেব্রন জেমস। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বাস্কেটবল সুপারস্টার লেব্রন জেমস। যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে নির্বাচন করছেন কমলা হ্যারিস।  

ডোনাল্ড ট্রাম্পের আপত্তিকর মন্তব্যের চরম বিরোধিতা করে লস অ্যাঞ্জেলেস লেকার্স দলের তারকা খেলোয়াড় লেব্রন যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন, ‘আমরা এখানে কী সম্পর্কে কথা বলছি? যখন আমি আমার বাচ্চাদের ও পরিবার সম্পর্কে চিন্তা করি, বাচ্চারা কীভাবে বড় হবে, আমার কাছে পছন্দটি পরিষ্কার। কমলা হ্যারিসকে ভোট দিন!’

লেব্রন ট্রাম্পের একটি ভিডিও তার পোস্টের সঙ্গে যুক্ত করেন। যেখানে বছরের পর বছর ধরে ট্রাম্পের অশ্রাব্য ভাষার বক্তৃতা রয়েছে। সেখানে ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন এই বলে যে, ‘কমলা হ্যারিস নির্বাচিত হলে দেশটি ডেট্রয়েটে পরিনত হবে এবং অবৈধ অভিবাসীরা আমাদের দেশের রক্ত বিষাক্ত করবে।’

লেব্রনের পোস্টটি কমলা হ্যারিসের জন্য অনেক কাজে লেগেছে। কারণ, কমলা হ্যারিস ঐ পোস্টের পর বেয়ন্স, টেলর সুইফ্ট, ব্যাড বানি এবং আর্নল্ড শোয়ার্জনেগার সহ নামী-দামী সেলিব্রিটিদের কাছ থেকে সমর্থন পেয়েছেন।

লেব্রন এর আগে ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনকে সমর্থন করা সহ ডেমোক্র্যাটিক প্রার্থীদের পক্ষে কাজ করেছিলেন এবং ট্রাম্পের একজন কঠোর সমালোচক ছিলেন।

লেব্রন গত প্রেসিডেন্ট নির্বাচনেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি অন্যান্য ক্রীড়াবিদদের সঙ্গে নিয়ে একটি ভোটাধিকার সংস্থাও প্রতিষ্ঠা করেছিলেন। যাতে সবাই ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারে।

২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের বিজয়ের পর জেমস দারুণভাবে তা উদযাপন করেছিলেন। তার সংস্থা পৌরসভা নির্বাচনে কালো ভোটারদের একত্রিত করার জন্য একটি প্রচারণাও শুরু করেছিল।

Link copied!