নতুন মৌসুমের জন্য দল গোছানো শুরু করেছে ঘরোয়া ফুটবলের দলগুলো। এরই ধারাবাহিকতায় ইরানি ফুটবলার রেজা খানজাদেহকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে রাশিয়া বিশ্বকাপে ইরানের মূল স্কোয়াডে ছিলেন এই ফুটবলার।
২০১৮ সালে কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলেছিলেন ড্যানিয়েল কলিন্দ্রেস। সেই ফুটবলারকে দলে ভিড়িয়ে চমক তৈরি করেছিল বসুন্ধরা কিংস। এরই ধারাবাহিকতায় এবার ডিফেন্ডার রেজা খানজাদেহকে দলে নিয়েছে কর্পোরেট দলটি। আসন্ন মৌসুমের পুরোটা সময় ক্লাবটির জার্সিতে মাঠ মাতাবেন তিনি।
রেজা খানজাদেহ সর্বশেষ ইরানের শীর্ষ লিগের ক্লাব গোহার সির্জান এফসির হয়ে খেলেছিলেন। এছাড়াও খেলেছিলেন কাতারের ক্লাব আল আহেলির হয়ে। এবার খেলবেন বসুন্ধরা কিংসের হয়ে।
বসুন্ধরার জন্য হাই প্রোফাইল ফুটবলার দলে ভেড়ানোর বিষয়টি মোটেও নতুন নয়। এর আগে ড্যানিয়েল কলিন্দ্রেস ছাড়াও খেলেছিলেন হার্নান বার্কোস, খালিদ শাফির মতো ফুটবলাররা।