• ঢাকা
  • রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬
বিপিএল ২০২৫

মালানের ব্যাটে চিটাগংকে সহজেই হারালো বরিশাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৫:৪২ পিএম
মালানের ব্যাটে চিটাগংকে সহজেই হারালো বরিশাল
হাফ সেঞ্চুরির পথে ব্যাট করছেন ডেভিড মালান। ছবি : সংগৃহীত

রোববার চট্টগ্রামে চলমান বিপিএলের (২০২৫) এক ম্যাচে ইংলিশ ব্যাটার ডেভিড মালানের অসাধারণ ব্যাটিংয়ে আচমকা বিপদে পড়া ফরচুন বরিশাল জয় পেয়েছে।

জয়ের লক্ষ্য ছিল মাত্র ১২২ রান। চলতি বিপিএলে যে হারে রান হচ্ছে, তাতে এই লক্ষ্য নিতান্তই মামুলি ব্যাপার। অল্প রান তাড়া করতে গিয়েও ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ফরচুন বরিশাল। তবে কোনো অঘটন ঘটেনি। শেষ পর্যন্ত মালানের হাফ সেঞ্চুরিতে সহজ জয়ই পেয়েছে তামিম ইকবালের দল।

চিটাগং কিংসকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থান মজবুত করেছে বরিশাল।

টস হেরে ব্যাটিংয়ে নামে ৮ উইকেটে ১২১ রান করে চিটাগং। ১৯ বল আর ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় বরিশাল।

আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৯ রান তুলতেই ৫ উইকেট হারায় চিটাগং। স্বাগতিক দলের টপঅর্ডারদের মধ্যে উসমান খান ও মোহাম্মদ মিঠুন কিছু রান পেলেও উইকেটে দাঁড়াতেই পারেননি পারভেজ হোসেন ইমন (৩ বলে ১), গ্রাহাম ক্লার্ক (৪ বলে ৮), হায়দার আলী (৩ বলে ১) ও শামীম হোসেন (৬ বলে ৫)।

উসমান ১৩ বলে ১৯ ও মিঠুন ৩৪ বলে ৩৫ রান করেন। নিচের দিকে আরাফাত সানি ৩৪ বলে ২৭ রান করে দলের মান বাঁচাতে অবদান রাখেন।

১২২ রানের লক্ষ্য তাড়ায় অপ্রত্যাশিত রানআউটের শিকার হন বরিশাল অধিনায়ক তামিম (১৪ বলে ৮)। তাওহিদ হৃদয় ৪ বলে ১ ও মুশফিকুর রহিম ১০ বলে ১১ রান করে ফেরেন। মাহমুদুল্লাহর ইনিংস শেষ হয় ১১ বলে ১৬ রানে।

পঞ্চম উইকেটে মোহাম্মদ নবিকে নিয়ে ম্যাচজয়ী ৪৪ বলে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি করেন মালান। ২১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন নবি। আর মালান হাঁকান ফিফটি। ৪১ বলে ৫৬ রানের (৩ চার ও ২ ছক্কা) হার না মানা ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার। এতে ১৯ বলে আর ৬ উইকেট হাতে রেখে জয় পায় বরিশাল।

বল বরিশালের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ফাহিম আশরাফ ও রিপন মণ্ডল। চিটাগংয়ের হয়ে ২ উইকেট নেন পেসার খালেদ আহমেদ।

৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বরিশাল। সমান ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চিটাগং।

Link copied!