বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে গিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। এ ম্যাচে ব্যাটিংয়ে নামেননি সাকিব। অথচ চলতি বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
ম্যাচ শেষ হতেই সাকিবের এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট পাড়ায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে বিষ্ময় সৃষ্টি করেছে ফরচুন বরিশালের সোশ্যাল মিডিয়ার অ্যাডমনিরা। নিজেদের ফেসবুক পেজে তার এই হারের জন্য সাকিবের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে। কেন সাকিব ব্যাটিংয়ে নামেননি তার ব্যখাও চাওয়ার হয়েছে। এমনকি এই হারের জন্য সাকিব দায় নেবেন কিনা সে প্রশ্নও করা হয়েছে।
ম্যাচ হারার নিজ দলের ফেসবুক পেজে কোনো অধিনায়কের দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া বা এভাবে সমালোচনা করার নজির খুবই বিরল। তবে পোস্ট দেওয়ার কয়েক মিনিটের মধ্যে পোস্টটি মুছে ফেলা হয়।
এ বিষয়ে জানতে বরিশালের মালিক মিজানুর রহমানের কাছে মোবাইলে কল দিয়েছিল সংবাদ প্রকাশ। সেখানে এই পোস্টের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানিনা। ওই পোস্টের ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমি এখন সাকিবের সঙ্গেই বসে আছি। তবে কে এই পোস্ট দিছে সেটা আমি এখনই খোঁজ নিচ্ছি।”
যারা পোস্ট দিয়েছেন তাদের বিপক্ষে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে মিজানুর বলেন, “অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে ম্যাচ শেষে ব্যাটিং লাইন আপ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন মিজানুর রহমানও। ব্যাটিং লাইনআপ ঠিক হলে আরও ২০ রান যোগ হলে সবকিছু সহজ হতো বলেও জানান তিনি। তিনি আরও বলেন, দলের উচিত ছিল যারা নিয়মিত ভালো করছে তাদের সুযোগ দেওয়া।
কোচ বা অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট কি করেছে সেটাও জানেন না বলে জানিয়েছিলেন মিজানুর। এ সময়ে তিনি আরও বলেন তারা যে সিদ্ধান্ত নেয় সেটাই মেনে নিতে হয়। তাদের সিদ্ধান্তে কখনো মালিক পক্ষের থেকে হস্তক্ষেপ করা হয় না বলেও জানান মিজানুর।