আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নেতৃত্বে পরিবর্তনের সময় ঘনিয়ে এসেছে। তবে তা হতে চলেছে আইসিসির বর্তমান সভাপতি গ্রেগ বার্কলের মেয়াদ ফুরানোয়। এরপর ওই দায়িত্বে কে আসবেন, এখন সেই আলোচনা শুরু হয়েছে।
আগামী নভেম্বরে পদ ছাড়বেন বার্কলে। তৃতীয় মেয়াদে তিনি আর আইসিসির সভাপতি হতে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে মঙ্গলবার জানিয়েছেন। এরপর নতুন চেয়ারম্যান হওয়ার দৌড়ে নাম শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ’র। তিনি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) সভাপতি। নতুন চেয়ারম্যান বাছাই করতে নির্বাচন হবে কি না, সেটা এখন নির্ভর করছে জয় শাহের ওপর। তবে বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যম তিনিই আইসিসির নতুন সভাপতি হতে যাচ্ছেন বলে আলোচনা তুলেছে।
এর আগে মঙ্গলবার আর আইসিসির চেয়ারম্যান পদে থাকবেন বলে জানিয়ে দেন বার্কলে। একই বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘ভবিষ্যৎ চেয়ারম্যান হওয়ার জন্য বর্তমান পরিচালকদের মনোনয়ন ফরম ২৭ আগস্টের মধ্যে জমা দিতে হবে। যদি একজনের বেশি প্রতিদ্বন্দ্বী থাকেন, তাহলে নির্বাচন হবে। নতুন চেয়ারম্যান ২০২৪-এর ১ ডিসেম্বর দায়িত্ব নেবেন।’
বার্কলে প্রথম দফায় ২০২০ সালের নভেম্বরে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০২২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের জন্য আইসিসি প্রধানের দায়িত্ব নেন তিনি। নিয়ম অনুযায়ী তার সামনে তৃতীয়বার আইসিসি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করারও সুযোগ ছিল। তবে তিনি সেই পথে হাঁটছেন না। ফলে ওই দায়িত্বে নতুন কাউকেই দেখা যাচ্ছে এতটুকু নিশ্চিত।
এদিকে, আইসিসির দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে গুঞ্জনের শীর্ষ থাকা জয় শাহ’র বিসিসিআইয়ের দায়িত্বের মেয়াদ আরও এক বছর বাকি। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তিনি ভারতীয় বোর্ডের সচিব থাকবেন। আইসিসির দায়িত্ব নিতে হলে জয় শাহকে আগেভাগেই দেশের বোর্ড ছাড়তে হবে। বিসিসিআই সচিবের পাশাপাশি জয় শাহ এই মুহূর্তে আইসিসির ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির শীর্ষে রয়েছেন।