মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতলো বার্সেলোনা। শুধুই জয় নয়, রিয়াল মাদ্রিদের মাঠে স্পেনের লা লিগার এই ম্যাচে তারা স্বাগতিকদের রীতিমতো উড়িয়ে দিয়েছে। শনিবার রাতের ম্যাচটি বার্সা জিতেছে ৪-০ গোলে।
অবশ্য একটি গোলও হয়নি ম্যাচের প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল করেন রবার্ট লেভানদভস্কি। পোলিশ তারকা অবশ্য কয়েকবারই হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন। ম্যাচে বার্সার বাকি দুটি গোল করেন স্পেনের লামিন ইয়ামাল ও ব্রাজিলের রাফিনিয়া।
ইয়ামাল ১৭ বছর ১০৬ দিন বয়সে গোল করে লা লিগায় নতুন রেকর্ড গড়লেন। তিনি হলেন লা লিগার ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ গোলদাতা।
এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রইলো বার্সা। তাদের সংগ্রহ ১১ ম্যাচে ৩০ পয়েন্ট। আর সমান সংখ্যক ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
এদিকে, রিয়াল মাদ্রিদের লা লিগায় টানা ৪২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিয়েছে বার্সা। গত বছর সেপ্টেম্বরে শেষ বারের মতো লা লিগায় রিয়াল হেরেছিল আটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। সেটা ছিল ১-৩ গোলে।