নাটকের পর নাটক। পুরো ম্যাচজুড়েই গোলের মহানাটক। আর সেই মহানাটকে শেষ পর্যন্ত জয় পেয়েছে স্পেনের তারকা ক্লাব বার্সেলোনা।
প্রথমার্ধে যে ম্যাচে পর্তুগালের বেনফিকা এগিয়ে ছিল ৩-১ গোলে। যে ম্যাচটায় বার্সেলোনা একসময় পিছিয়ে ছিল ৪-২ গোলে। সেটাই বার্সা শেষ পর্যন্ত জয় করেছে ৫-৪ ব্যবধানে। রাফিনিয়ার দুর্দান্ত পারফরম্যান্স, রবার্ট লেভানডভস্কির রেকর্ড, লামিনে ইয়ামালের ম্যাজিকে বার্সা পেয়েছে স্মরণ করে রাখার মতো এক জয়। ৯৬ মিনিটে রাফিনিয়ার গোলের পর নাটকীয় ম্যাচটিতে জয় পেয়েছে বার্সা।
অন্যদিকে, ব্ল-গ্রানাদের এমন নৈপুণ্যে ঢাকা পড়ে গিয়েছে বেনফিকার গ্রিক স্ট্রাইকার ভাঙ্গেলিস পাভলিদিসের হ্যাটট্রিক। অথচ ম্যাচের মাত্র ৩০ মিনিটের মাঝেই তিন গোল করে ফেলেছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ইতিহাসে ম্যাচের শুরু থেকে হিসাব করলে এটি তৃতীয় দ্রুততম হ্যাটট্রিক।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই আলভারো ফের্নান্দেস পাস থেকে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে বল জালে পাঠান পাভলিদিস। ২২ মিনিটে সুইপার কিপার হিসেবে এগিয়ে এসে আর ৩০ মিনিটে বক্সে ফাউল করে পাভলিদিসকে আরও দুই গোলের সুযোগ করে দেন বার্সেলোনার গোলরক্ষক ওলশেক সেজনি। পাভলিদিস সুযোগ কাজে লাগিয়েছেন দুবারই।
এরমাঝে অবশ্য ত্রয়োদশ মিনিটে ঠাণ্ডা মাথার স্পট-কিকে বার্সাকে সমতায় ফেরান রবার্ট লেভানডভস্কি। আলেহান্দ্রো বাল্দে বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। প্রথমার্ধের স্কোরলাইন শেষ হয় ৩-১ ব্যবধানে।
প্রথমার্ধটা বেনফিকার হলেও দ্বিতীয়ার্ধ পুরোপুরি বার্সেলোনার। ৬৪ মিনিটে বেনফিকার গোলরক্ষক ত্রুবিনের ভুলে ব্যবধান কমায় তারা। ত্রুবিনের গোল কিক থেকে বল দখলে এনে রাফিনিয়া তা জালে জড়ান।
চার মিনিট পরই অবশ্য দুই গোলের লিড পুনরুদ্ধার করে বেনফিকা। বল ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালে পাঠান ডিফেন্ডার আরাউহো। ৬৮ মিনিট শেষে বার্সেলোনা পিছিয়ে ৪-২ গোলে। আর এখান থেকেই শুরু প্রত্যাবর্তনের গল্পের।
৭৮ মিনিটে ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে গোল করেন লেভানডভস্কি। ৮৮ মিনিটে ৪-৪ সমতা আনেন এরিক গার্সিয়া। পেদ্রির ক্রসে হেডে গোলটি করেন তিনি।
ম্যাচে বার্সার জয় নিশ্চিত করেন রাফিনিয়া। সেটাও একেবারে ক্লাসিক ব্রাজিলিয়ান ঢঙে। ফেরান তোরেসের কাছ থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়েন। বেনফিকা ডিফেন্ডার কারেরাসকে কাটিয়ে গোলকিপারকে বোকা বানিয়েছেন। সেইসঙ্গে নিশ্চিত করেন দারুণ জয়টি।