২০২৩-২৪ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরোপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে তারা মাঠে নামছে। মৌসুম শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের একটু ঝালাই করে নিতেই প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলা। যতই প্রীতি ম্যাচ হোক না কেন? এই দুই দলের লড়াই মানে দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করে। দর্শক চাহিদার শীর্ষে থাকে সব সময় এল ক্লাসিকোর ম্যাচ।
দুই দলই প্রাক মৌসুম প্রস্তুতি সারতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সেখানেই বাংলাদেশ সময় শনিবার (২৯ জুলাই) রাত ৩ টায় টেক্সাসের এটি এন্ড টি স্টেডিয়ামে এল ক্লাসিকোতে মাঠে নামবে দুই দল।
আমেরিকায় প্রাক মৌসুম প্রস্তুতি শুরু ভালো হয়নি বার্সার। প্রথম ম্যাচে মাঠে নামার আগে তাদের বেশির ভাগ খেলোয়াড় অসুস্থ হয়ে যাওয়াতে জুভেন্টাসের সঙ্গে ম্যাচ বাতিল করতে হয়। এরপরের ম্যাচে আর্সেনালের কাছে ৫-৩ গোলের হারের স্বাদ নিতে হয় কাতালানদের।
অন্যদিকে রিয়াদ মাদ্রিদ শুরুটা দারুণ করেছে। এসি মিলনকে ৩-২ গোলে হারিয়ে শুরু মাদ্রিদের এরপর ম্যানচেষ্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারায়। রিয়াল চাইবে জয়ের ধারা অব্যহত রেখে বার্সাকে হারিয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জয়টা নিজেদের করে নিতে।
শেষ ৫ এল ক্লাসিকোতে দুই দল মুখোমুখি হয়ে ৩ ম্যাচ জিতেছে বার্সেলোনা অন্যদিকে মাদ্রিদের জয় ২ ম্যাচে। তবে সর্বোশেষ ক্লাসিকোতে জয় মাদ্রিদ জায়ান্টদের। লা লিগার গত মৌসুমে কোপা দেলরের সেমিফাইনালে ঘরের মাঠে ৪-০ গোলের বড় হারের লজ্জা দেয় জাভির শীষ্যদের।
এই পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মোট ২৫৪ বার। হেড টু হেডে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। তারা জিতেছে ১০২ ম্যাচ। বিপরীতে কাতালানরা জিতেছে ১০০ ম্যাচ। তবে প্রীতি ম্যাচে বার্সেলোনার রাজ্যত্ব চলে। রিয়াল প্রীতি ম্যাচে বার্সাকে মাত্র ৬ ম্যাচ হারাতে পেরেছে। অন্যদিকে লস ব্লাঙ্কোসদের ২৩ ম্যাচ হারের স্বাদ পেতে হয়েছে।
প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে সেরা দল খেলানোর সম্ভাবনা কম থাকে। এই ম্যাচ গুলোকে ঘিরে দলের কোচরা নিজেদের নতুন নতুন কৌশল প্রয়োগ করে মাঠে। মাদ্রিদ জায়ান্টদের নতুন খেলোয়াড় আরদা গুলার অভিষেকের অপেক্ষায় রয়েছে তাকে এই ম্যাচে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইনজুরি কাটিয়ে বার্সার হয়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন জুলেস কুন্দে।