• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভিয়ারিয়ালকে ৫ গোলে হারাল বার্সা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১২:৩৯ পিএম
ভিয়ারিয়ালকে ৫ গোলে হারাল বার্সা
ম্যাচ জিতে উল্লাস বার্সেলোনার খেলোয়াড়দের। ছবি: সংগৃহীত

স্পেনের প্রধান ফুটবল লিগ লা লিগায় বড় ধরনের ব্যবধানে জয় পেয়েছে মেসির সাবেক দল  বার্সেলোনা। রোববার রাতে তারা ৫-১ গোলে ভিয়ারিয়ালকে পরাজিত করেছে। 

দলের এমন চমৎকার ফলাফলের দিনে বার্সার গোলকিপার টের-স্টেগেন ইনজুরিতে পড়েন। 

ম্যাচে বার্সার পক্ষে প্রথম গোলদুটি করেন পোল্যান্ডের রবার্ট লেওয়ানডস্কি। প্রথমার্ধেই পেরেজ একটি গোল পরিশোধ করেন। দ্বিতীয়ার্ধে বার্সার হয়ে টোরে একটি গোল করেন। ম্যাচের শেষ দিকে রাফিনহো পর পর দুটি গোল করেন। তবে এই অর্ধে ভিয়ারিয়ালের একটি পেনাল্টি মিস ও একটি শর্ট বারে লেগে ফিরে না এলে বার্সার জয় এতো সহজ হতো না। 

খেলার মাঝেই একটি কর্নারের সময় বল ধরতে গিয়ে বাজে ভাবে পড়েন টের-স্টেগেন। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। হাঁটুতে চোট লেগেছে বার্সার গোলরক্ষকের। কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন, চোট বেশ বড়। পরের ম্যাচগুলিতে তাকে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

লা লিগার পয়েন্ট তালিকায় টানা ছয় ম্যাচ জয়ের পরে বার্সার পয়েন্ট ১৮। সম সংখ্যক ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তাদের প্রধান প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এই সময় দলের প্রধান গোলরক্ষকের চোট চিন্তায় রাখল সমর্থকদের।

Link copied!