অক্টোবরে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। অক্টোবরের ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর চলবে এই বিশ্ব আসর। বিশ্বকাপ শুরু হতে এখনো তিন মাসের মতো সময় বাকি থাকলেও, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিটের মূল্য এরই মধ্যে ঘোষণা করেছে।
২৮ ও ৩১ নভেম্বর ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। এই ভেন্যুতে বিশ্বকাপের সেমিফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ খেলা হবে।
বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টিকিট মূল্য-
আপার টায়ার- ৬৫০ রূপি
ডি ও এইচ ব্লক- ১০০০ রূপি
বি, সি, কে ও এল ব্লক- ১৫০০ রূপি
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট মূল্য-
আপার টায়ার- ৮০০ রূপি
অডি ও এইচ ব্লক- ১২০০ রূপি
সি ও কে ব্লক- ২০০০ রূপি
বি ও এল ব্লক- ২২০০ রুপি
একই মূল্য বিক্রি হবে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের টিকিট। পাক-ইংলিশদের দ্বৈরথ হবে ১২ নভেম্বর। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনাল ম্যাচের জন্য ভিন্ন টিকিট মূল্য প্রকাশ করেছে সিএবি।
আপার টায়ার- ৯০০ রূপি
ডি ও এইচ ব্লক- ১৫০০ রূপি
সি ও কে ব্লক- ২৫০০ রূপি
বি ও এল ব্লক- ৩০০০ রুপি