• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৮ রান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ০৯:৫২ এএম
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৮ রান

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ শুক্রবার (৭ অক্টোবর) টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নেমেছে সফরকারী বাংলাদেশ ও পাকিস্তান। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

ম্যাচের শুরুতে পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান চমৎকার খেলা উপহার দিতে থাকেন। তাদের জুটি ভাঙ্গে দলীয় ৫২ রানে। বাবর ব্যক্তিগত ২২ রানে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন।

রিজওয়ান এরপর জুটি বাঁধেন শান মাসুদের সাথে। দলীয় ৯৪ রানে শান আউট হলে তাদের জুটির বিচ্ছেদ ঘটে। তিনি ৩১ রানে আউট হন। পরের ব্যাটারদের কেউই ভালো ইনিংস উপহার দিতে না পারলেও রিজওয়ান একাই দলকে ভালো স্কোরের দিকে পৌঁছে দেন। তার ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৮ রান। এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

পাকিস্তানের ইনিংস থামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রানে।

বাংলাদেশের তাসকিন আহমেদ দুইটি উইকেট পান। মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ একটি করে উইকেট দখল করেন। 

Link copied!