• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে বাংলাদেশের জ্যোতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৭:১৮ এএম
বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে বাংলাদেশের জ্যোতি
নিগার সুলতানা জ্যোতি। ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড দল। দুবাইয়ে রোববারের ফাইনালে তারা ৩২ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। বিশ্বকাপে বাংলাদেশও অংশ গ্রহণ করে। তবে বাংলাদেশ গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। একটি জয় ও তিনটি পরাজয়েই শেষ হয় বাংলাদেশের বিশ্বকাপ মিশন। খুব ভালো খেলেনি বাংলাদেশ। তারপরও আইসিসি ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশে ঠাঁই পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক ও কৃতি ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। একাদশে দক্ষিণ আফ্রিকার তিনজন, নিউজিল্যান্ডের দুইজন,  ওয়েস্ট ইন্ডিজের দুইজন এবং বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার একজন করে স্থান পেয়েছেন। বাংলাদেশের জ্যোতি ভালো রান করেছেন দলের ব্যর্থতার পরও। বিশ্বকাপ একাদশ: লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), ননকুলিলেকো এমলাবা (দক্ষিণ আফ্রিকা), তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা), নিগার সুলতানা জ্যোতি ( বাংলাদেশ), ড্যানি ওয়েট হজ (ইংল্যান্ড), অ্যামেলিয়ে কার(নিউজিল্যান্ড), হারমানপ্রীত কউর( ভারত), ডিয়ান্ড্রা ডট্রিন (ওয়েস্ট ইন্ডিজ), অ্যাফি ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), রোজমেরি মেয়ার (নিউজিল্যান্ড) এবং মেগান শাট (অস্ট্রেলিয়া)। দ্বাদশ খেলোয়াড়: ইডেন কারসন (নিউজিল্যান্ডো।

Link copied!