টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের শঙ্কা

ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০১:১৪ এএম
ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের
ভারতীয় ফিল্ডারদের উইকেট লাভ উদযাপন। ছবি: সংগৃহীত

ভারতের অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে এরআগে বাংলাদেশ তাদের দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল। তাই কিছুটা আশা ছিল। গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারার পরও সফরকারী বাংলাদেশ দিল্লিতে লড়াই করতে পারবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলটির সিংহ ভাগ খেলোয়াড় না থাকার পরও দ্বিতীয় ম্যাচেও সহজেই পরাজিত হলো টাইগাররা। শুধু কি তাই, ভারত ৯ উইকেটে ২২১ রানের বিশাল স্কোর গড়ে ৮৬ রানে জিতলো। বাংলাদেশ টসে জিতেও পরে ব্যাটিং করে তুললো ৯ উইকেটে মাত্র ১৩৫ রান। ভারতের নিতিশ কুমার রেড্ডি ৩৪ বলে ৭৪ রান করেন আর ২৩ রানে নেন ২টি উইকেট।   ম্যাচসেরাও হয়েছেন তিনি। এছাড়া, রিংকু ২৯ বলে করেন ৫৩ রান। বাংলাদেশের মাহমুদউল্লাহ ৪১ রান করেন।  সবমিলে এক ম্যাচ অবশিষ্ট থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেললো স্বাগতিকরা। আর বাংলাদেশ পড়লো হোয়াইটওয়াশের শঙ্কায়।  এরআগে টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ দল। আর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত জেতে ৭ উইকেটে। বাংলাদেশ ও ভারতের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। দুই দলের মোট ১৬টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১৫টিতে আর বাংলাদেশ জিতেছে ১টিতে।

Link copied!