দারুণ এক সুখবর বাংলাদেশের ফুটবলের জন্য। বাংলাদেশের প্রথম ফিফা নারী রেফারি ও বিকেএসপির কোচ জয়া চাকমা ভারতের কমলা বাসিন বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন।
শনিবার (৩০ নভেম্বর) দিল্লিতে জমকালো এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন সাবেক এই ফুটবলার।
জেন্ডার সমতা নিশ্চিত করার ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের নানা শ্রেণিতে এই পুরস্কার দেওয়া হয়। জয়া চাকমা পেয়েছেন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। প্রথম বাংলাদেশি হিসেবে জয়া এই পুরস্কার লাভ করলেন।
দক্ষিণ এশিয়া থেকে মোট ৯০টি আবেদন করা হয়। সেখান থেকে বাছাই করে ৪ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। জয়া ছাড়া বাকি তিনজনের ২ জন ভারতের এবং ১ জন শ্রীলঙ্কার।