আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। সোমবার বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।
আফগানিস্তানের কাছে ৯২ রানের হারের প্রতিশোধ বাংলাদেশ নিয়েছে ৬৮ রানের জয় দিয়ে। শনিবার রাতে আরব আমিরাতের শারজা স্টেডিয়ামে চলতি ওয়ানডে ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ৭ উইকেটে ২৫২ রানের জবাবে স্বাগতিক আফগানরা ৪৩.৩ ওভারে ১৮৪ রানে অলআউট হয়ে যায়।
সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এটাকে ফাইনাল ভাবার কারণ, ম্যাচটিতে যারা জিতবে তারাই সিরিজ জিতবে।
বাংলাদেশ দলের মুশফিকুর রহিম ইনজুরির কারণে খেলবেন না। তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ আস্থার পরিচয় দিতে পারছেন না।
তারপরও বাংলাদেশ দলের জন্য সুখবর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিয়মিত রান পাচ্ছিলেন। যদিও শান্ত শেষ মুহূর্তে ছিটকে গেছেন তৃতীয় ম্যাচ থেকে। সৌম্য সরকার রানে ফিরেছেন। পর পর দুই ম্যাচে মোটামুটি রান করেছেন সৌম্য। নাসুম আহমেদ অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়েছেন গত ম্যাচে। এছাড়া, বাংলাদেশ পরিসংখ্যানে এগিয়ে আছে। ১৮ বার দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ ১১ বার এবং আফগানিস্তান ৭ বার জিতেছে।