• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০১:৪৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিলেটে নারীদের এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) মাঠে নেমেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

এর আগে টুর্নামেন্টে দুই ম্যাচের এক ম্যাচ জয় ও এক ম্যাচে পরাজিত হয়েছে টাইগ্রেসরা। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে একপ্রকার পাত্তাই পায়নি নিগার সুলতানারা। টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে বাংলাদেশ।

অন্যদিকে, মালয়েশিয়া টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে এক ম্যাচেও জয়ের দেখা পায়নি। টেবিলের একেবারে তলানির দল তারা। আজ দিনের প্রথম ম্যাচে পাকিস্তানকে চার উইকেটে হারিয়ে থাইল্যান্ড পঞ্চম স্থানে উঠে এসেছে। 

বাংলাদেশ একাদশঃ
শামিমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, নাহিদা আক্তার, সালমা খাতুন, মুর্শিদা খাতুন, রিতু মনি, ফারিহা তৃষ্ণা, ফাহিমা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা।

মালয়েশিয়া একাদশঃ
উইনিফ্রেড অ্যান ডুরাইসিঙ্গাম (অধিনায়ক), মাস এলিসা, আইনা হামিজাহ হাশিম, মাহিরাহ ইজ্জাতি ইসমাইল, নুর আরিয়ান নাট্যা, এলসা হান্টার, আয়েশা ইলিসা, নূর হায়াতি জাকারিয়া, সাশা আজমি, নুর দানিয়া স্যুহাদা ও আয়না নাজওয়া। 

 

Link copied!