আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।
প্রথম ওয়ানডে ম্যাচে ৯২ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে রয়েছে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে জিতলে তারা সিরিজ নিশ্চিত করবে। আর সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশকে এই ম্যাচে অবশ্যই জিততে হবে।
গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর আর এই ফরম্যাটে এই সিরিজেই প্রথম খেলছে টাইগাররা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম প্রথম ম্যাচের মধ্যে দিয়ে আয়োজন হয়েছে ৩০০তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। প্রথম আন্তর্জাতিক মাঠ হিসেবে এই স্বীকৃতি পেয়েছে আরব আমিরাতের এই মাঠ।
তবে ইতিহাসের প্রশ্নে বাংলাদেশ মোটেই ভাল অবস্থানে নেই। ১৯৯০ থেকে ১৯৯৫ পর্যন্ত মোট ৬ ওয়ানডে এই মাঠে খেলেছে টাইগাররা। সেই ৬ ম্যাচেই ছিল হার। এবারও প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ।
এই মাঠে বিগত ৭ বছর ধরে কোনো সিরিজই হারেনি আফগানিস্তান। সম্প্রতি ক্রিকেটের শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে এখানেই বিধ্বস্ত করেছিল আফগানরা। দ্বিতীয় ম্যাচে জিতলে আরও একটি সিরিজ লাভ করবে তারা।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য শান্তদের পক্ষে কথা বলছে। আফগানদের বিপক্ষে ১৭টি ওয়ানডে খেলে ১০টিতেই জয় বাংলাদেশের। আর ৭টিতে জিতেছে আফগাররা
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।