• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
সাফ চ্যাম্পিয়নশিপের

সেমিফাইনালের অপেক্ষায় বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৮, ২০২৩, ১০:৩৯ এএম
সেমিফাইনালের অপেক্ষায় বাংলাদেশ

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ। এই ম্যাচের ওপর নির্ভর করছে লাল-সবুজ জার্সীধারীদের সেমিফাইনাল ভাগ্য। এর আগে গত দুই সাফে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যাওয়ার দোরগোড়ায় ছিল। শেষ ম্যাচে তীরে এসে তরী ডুবিয়েছে। এই ম্যাচ পেরুতে পারলেই ২০০৯ সালের পর আবার সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

তবে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অস্বস্তিতে বাংলাদেশ দল। দলের তারকা ডিফেন্ডার তারিক কাজীর ভুটানের বিপক্ষে মাঠে নামা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। গত ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলার সময় চোট পান তিনি। সেই চোটের কারণে আজও অনুশীলন করতে পারেনি এই ডিফেন্ডার।

মালদ্বীপের বিপক্ষে গোল করার পর পুরো ম্যাচ খেলতে পারেনি তারিক কাজী। ম্যাচের ৮৩ মিনিটের ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়েন ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার।

মালদ্বীপকে হারিয়ে এখন সাফে সেমিফাইনালের স্বপ্নে বিভোর বাংলাদেশ। বি-গ্রুপে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছেন জামাল ভূঁইয়ারা। গ্রুপের শেষ ম্যাচে আজ তারা মাঠে ভুটানের বিপক্ষে বেঙ্গালুরুর-এর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলবেন।

Link copied!