• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভারতকে গুঁড়িয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখলো বাংলাদেশ


তারিক আল বান্না
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৬:০৫ পিএম
ভারতকে গুঁড়িয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখলো বাংলাদেশ
ভারতের উইকেট পতনে ‘উসাইন বোল্ট’ স্টাইলে উদযাপন বোলার মারুফের। ছবি : সংগৃহীত

২০১৯ সালে ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। পাঁচ বছর পর ভারতকে এবার ফাইনালে পেয়ে পরাজিত করে সেই হারের বদলা নিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা লাভ করলো জুনিয়র টাইগাররা।

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ ৫৯ রানের বড় ব্যবধানে ভারতকে পরাজিত করে। সর্বাধিক আটবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারত এবার বলা যায় পাত্তাই পায়নি বাংলাদেশি যুবাদের কাছে।  

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে উইকেটে ১৯৮ রান করেছে। জবাবে ভারত ৩৫.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৯ রান করে।

১৯৯ রানের মাঝারি মানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভারতীয় ব্যাটাররা বাংলাদেশের তরুণ পেসারদের মোকাবিলা করতে হিমসিম খেয়ে যায়।

ভারতের অধিনায়ক মোহামেদ আমান ২৬, হার্দিক রাজ ২৪, কার্থিকেয়া ২১, আন্দ্রে সিদ্ধার্থ ২০, চেতন ১০ এবং বৈভব সূর্যবংশী ৯ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে ইকবাল হোসেন ইমন ও তামিম ৩টি করে এবং আল ফাহাদ ২টি এবং মারুফ মৃধা ও রিজান ১টি করে উইকেট লাভ করেন।

এরআগে ওয়ানডে ফরম্যাটের এই ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ দলের রিজান হোসেন ৪৭, মোহাম্মাদ শিহাব জেমস ৪০, ফরিদ হাসান ফয়সাল ৩৯, জাওয়াদ আবরার ২০, অধিনায়ক আজিজুল হাকিম তামিম ১৬ এবং মারুফ মৃধা অপরাজিত ১১ রান করেন।

ভারতের হার্দিক রাজ, চেতন ও গুহা ২টি করে উইকেট লাভ করেন।

২০২৩ সালে আরব আমিরাতের মাটিতেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছিল বাংলাদেশ ফাইনালে স্বাগতিকদের হারিয়ে।

শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালেও নিজেদের সেরাটা দিয়ে দেশকে আরেকবার ক্রিকেট উৎসবে মাতাতে চেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম। তার সেই আশা পূরণ হয়েছে দারুণ এক জয়ে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!