আয়ারল্যান্ডের বিপক্ষে ওপেনিং জুটি ব্যর্থ হলেও ভরসা ছিলেন সাকিব আল হাসান। তিনিও বাংলাদেশকে স্বস্তি এনে দিতে পারলেন না। দলীয় ৫২ রানে সাকিবের বিদায়ে চাপে পড়েছে টাইগাররা।
ম্যাচে টস হেরে বাংলাদেশ ব্যাট করতে নামে। প্রথম ওভারেই গোল্ডেন ডাকের শিকার হন লিটন। প্রথম ওভারের চতুর্থ বলে জোশ লিটলের বল ঠিকঠাক সামলাতে না পেরে এলবিডব্লিউ`র ফাঁদে পড়েন আইপিএল ফেরত এই তারকা ওপেনার। দলীয় মাত্র ৩ রানেই রানের খাতা খোলার আগেই ফিরতে হয় লিটনকে। ফিল্ড আম্পায়ার খানিক ভেবেই লিটলের আবেদনে সাড়া দেন।
লিটনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। মার্ক অ্যাডায়ারের বলে বিদায় হন এই ওপেনার। দলীয় ১৫ রানে প্রতিপক্ষের বল ব্যাটে ঠিকঠাক ছোঁয়াতে পারেননি তামিম। আইরিশরা আউটের আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউ নিতে ভুল করেনি স্বাগতিক আয়ারল্যান্ড। রিভিউতে দেখা যায় ব্যাটে ছুঁইয়েছে বল। যদিও আউট নিয়ে অসন্তুষ্ট দেখা যায় তামিমকে। মাঠ ছেড়ে যাওয়ার সময় বারবার তাকে অসন্তুষ্টিতে মাথা নাড়াতে দেখা যায়।
দেশের সেরা অলরাউন্ডার সাকিব ক্রিজে এলে আশা দেখে বাংলাদেশ। তবে তিনিও দলে থিতু হওয়ার আগে বিদায় হন। ১২তম ওভারের প্রথম বলে গ্রাহাম হিউমের বল সরাসরি আঘাত করে স্টাম্পে। ২১ বলে চারটি চারের সাহায্যে ২০ রান করে বিদায় হন সাকিব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৮ রান নিয়ে ব্যাট করছে।