• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০, ৪ রজব ১৪৪৬

জসওয়ালকে সঠিক আউট দিয়েছেন বাংলাদেশের আম্পায়ার: অ্যালেক্স ক্যারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৫:৪০ পিএম
জসওয়ালকে সঠিক আউট দিয়েছেন বাংলাদেশের আম্পায়ার: অ্যালেক্স ক্যারি
অ্যালেক্স ক্যারি। ছবি : সংগৃহীত

মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে ভারতীয় ব্যাটার যশস্বী জসওয়ালের আউট নিয়ে সৃষ্ট বিতর্ক যে শেষই হচ্ছে না। ভারতীয় কিছু কিছু পত্রিকা ও দেশটির কয়েকজন সাবেক ক্রিকেট তারকা ঐ আউটের জন্য বাংলাদেশের খ্যাতিমান আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতকে দায়ী করেন এবং তার সমালোচনাও করেন।  কিন্তু, সৈকতের পাশে দাঁড়িয়েছেন বিশ্বের অনেক নামী-দামী ক্রিকেটার, ভাষ্যকার ও আম্পায়াররা।

অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে ভারতীয় ব্যাটার জসওয়ালের আউট নিয়ে তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। অ্যালেক্স ক্যারি বিশ্বাস করেন যে, যশস্বী জসওয়ালের আউটের সিদ্ধান্তটি ঠিকই নিয়েছিলেন বাংলাদেশের আম্পায়ার। তিনি জানিয়েছেন যে, স্নিকোমিটারে স্পষ্ট স্পাইক না থাকলেও এটা পরিষ্কার আউট ছিল। তাই অ্যালেক্স ক্যারির মতে তৃতীয় আম্পায়ার জসওয়ালকে আউট দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

অ্যালেক্স ক্যারি আরও বলেছেন, ‘স্নিকো এই সিরিজে কিছুটা মজার হয়ে দাঁড়িয়েছে। সুতরাং, আপনি যেই প্রমাণ পাবেন, সেটাকে নিয়ে কাজ করতে হবে।’

সুনীল গাভাস্কারের মতো কেউ কেউ যুক্তি দিয়েছেন যে, ‘স্নিকোমিটারে স্পষ্ট স্পাইকের অভাব ছিল। সে কারণে ব্যাটারকে সুবিধা দেওয়া উচিত ছিল।’ অন্যরা বিশ্বাস করেন যে চাক্ষুষ প্রমাণগুলি সিদ্ধান্ত ধরে রাখতে যথেষ্ট বাধ্যতামূলক ছিল।

সিরিজটি সিডনিতে শেষ টেস্টের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জসওয়ালের আউটকে ঘিরে বিতর্ক নিয়ে আলোচনা এবং বিতর্ক অব্যাহত থাকার সম্ভাবনা রয়েই গেছে।

Link copied!