• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
এন্টিগা টেস্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ৪১০ রানে পিছিয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৯:৫১ এএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ৪১০ রানে পিছিয়ে
ওপেনার হিসেবে থিতু হতে পারছেন না জয়। ছবি: সংগৃহীত

গ্রীভসের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৪৫০ রানে প্রথম টেস্টের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। সফরকারী বাংলাদেশ দল এন্টিগার নর্থ সাউন্ড স্টেডিয়ামে শনিবার রাতে দ্বিতীয় দিনের খেলাশেষে ২ উইকেট হারিয়ে ৪০ রান করে। ফলে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ৪১০ রানে পিছিয়ে আছে। 

যে পিচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা রানের বন্যা বইয়ে দিল, সেখানেই বাংলাদেশ ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে অল্প সংগ্রহেই দুটি উইকেট হারিয়ে বসে। 

মাহমুদুল হাসান জয় ৫ এবং জাকির হাসান ১৫ রানে ফিরে যান। ৭ রানে মুমিনুল হক এবং ১০ রানে শাহাদাত হোসেন ক্রিজে রয়েছেন। তারা ১৯ রানের অপরাজিত জুটি গড়েন। রোববার রাতে তৃতীয় দিন এই জুটির উপর নির্ভর করছে বাংলাদেশের ইনিংসের দৈর্ঘ্য। 

এরআগে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে গ্রিভস ১১৫ রান করেন। যা তার প্রথম টেস্ট সেঞ্চুরি। এছাড়া, আথানেজ ৯০ ও লুইস ৯৭ রান করেন। বোলার কেমার রোজ করেন ৪৭ রান। 

বাংলাদেশের হাসান মাহমুদ ৩টি এবং তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ ২টি করে উইকেট পান। ১টি উইকেট পান স্পিনার তাইজুল ইসলাম। 

Link copied!