• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চলতি মাসেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ১২:৪৬ পিএম
চলতি মাসেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

দেশের বড় পরিবর্তনের পর সবকিছুতেই জাগরণ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ফুটবল, ক্রিকেটসহ বয়সভিত্তিক খেলাগুলোতে তা বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। চলছে নানা ধরনের ক্রিকেট সফর, নানা ধরনের আসরে অংশগ্রহণ। তাতে সাফল্যও আসছে অনেক।

চলতি মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

ওয়ানডে ম্যাচগুলো হবে যথাক্রমের ২৪, ২৬, এবং ২৮ নভেম্বর। এরপর ১ থেকে ৩ ডিসেম্বর প্রথম তিনদিনের এবং ৬ থেকে ৮ ডিসেম্বর দ্বিতীয় তিনদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই সিরিজে অংশ নিতে বাংলাদেশি কিশোরদের সামনে কঠিন চ্যালেঞ্জ থাকবে, কারণ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ পর্যায়ে শক্তিশালী দল। দলের কোচ হিসেবে থাকছেন তুষার ইমরান।

এদিকে আসন্ন এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও। এশিয়া কাপের আগে আরব আমিরাতে একটি প্রস্তুতি ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলবে তারা। টুর্নামেন্টের আগে স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল।

 

Link copied!