সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নতুন বছরের শুরুতে গুরুত্বপূর্ণ এই সফরে যাবে বাংলাদেশ। ভারতে অনুষ্ঠেয় সামনের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত করার এই অভিযানে সবকটি ম্যাচই তারা খেলবে সেন্ট কিটসে।
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের এই সিরিজের সূচি শুক্রবার ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউ)। সফরে ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।
ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে যথাক্রমে ১৯, ২১ ও ২৪ জানুয়ারি। এরপর ২৭, ২৯ ও ৩১ তারিখ হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। খেলা শুরুর সময় জানায়নি ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এটিই বাংলাদেশের প্রথম ক্যারিবিয়ান সফর। এছাড়া সব মিলিয়ে মাত্র একবার ওয়েস্ট ইন্ডিজে খেলেছে বাংলাদেশ। ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয়ায় কোনো ম্যাচ জিততে পারেনি তারা।
প্রায় ছয় বছর পর এবার মহাগুরুত্বপূর্ণ সিরিজ খেলতে ক্যারিবিয়ানে যাবে বাংলাদেশ। সামনের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে অন্তত ৩ পয়েন্ট নিশ্চিত করতে হবে এই সিরিজ থেকে।
চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে ভারত। এর বাইরে নারী চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি সুযোগ পাবে আরও ৫টি দেশ। এরই মধ্যে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড নিজেদের টিকেট নিশ্চিত করেছে।
আপাতত লড়াই নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যে। নির্ধারিত ২৪ ম্যাচ শেষ করে ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে কিউইরা। এখন পর্যন্ত ২১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই বাংলাদেশ। আর ২১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দৌড় থেকে ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
সামনের সিরিজে অন্তত একটি ম্যাচ জিততে পারলে নিউজিল্যান্ডের সমান ২১ পয়েন্ট হয়ে যাবে বাংলাদেশের। বাকি দুই ম্যাচে এক পয়েন্ট পেলেও হোয়াইট ফার্নসদের টপকে নিগার সুলতানা জ্যোতির দল পাবে বিশ্বকাপের টিকেট।
অবশ্য সব ম্যাচ হারলেও বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে যাবে না। সেক্ষেত্রে চ্যাম্পিয়নশিপের বাকি তিন দল ও র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আসা দুই দল নিয়ে মোট ছয় দলের বাছাইপর্বে নামতে হবে তাদের।