• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
আন্তর্জাতিক প্রীতি ফুটবল

সন্ধ্যায় ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০১:০৮ পিএম
সন্ধ্যায় ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ভুটানের কোচ আর অধিনায়ক। ছবি : সংগৃহীত

অবশেষে দীর্ঘ তিন মাস পর আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার ভুটানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি। চাংলিমিথান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে দেশের ভিন্ন পরিস্থিতিতে যে ম্যাচটি দেশবাসীর মুখে আরেকবার হাসি ফোটানোর উপলক্ষ্য জামাল, তপু, মোরসালিনদের জন্য।

২০১৬ সালে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে লজ্জাজনক একদিন এসেছিল এই চাংলিমিথান স্টেডিয়ামে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের কাছে হেরে, আন্তর্জাতিক ফুটবলে অনেকটা বাধ্য হয়ে নির্বাসিত থাকতে হয়েছিল।

এরপর আর সেই মাঠে জাতীয় দলের খেলা হয়নি। এবারও হতো না। যদি দেশ থাকতো সুস্থির। অস্থির সময়ে দেশবাসীর মুখে হাসি ফোটানোর একটা উপলক্ষ্য হাতছাড়া করতে চান না কোচ-অধিনায়ক।

বাংলাদেশ হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘দেশের পরিস্থিতির কারণে হোম ম্যাচ খেলতে পারিনি। তবে আমরা এখানে এসেছি জিততে। সঙ্গে সামনের ব্যস্ত সূচির সঙ্গে মানিয়ে নিতে। মাত্র চার-পাঁচ সেশন অনুশীলনে এখনই হয়তো ম্যাচ খেলার সময় না। কিন্তু এই দলকে চিনি অনেকদিন ধরে।’

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়া বলেন, ‘দুইটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে। তিন মাস আমরা খেলার মধ্যে নেই। বিপরীতে ভুটানের ফুটবলাররা খেলার মধ্যে। তবে আমরা ভাল ফল চাই।’

সেই ম্যাচের নায়ক, ভুটান ফুটবলেরও অবিসংবাদিত তারকা চেনচো গেলশেন। তাকে নিয়ে ভয় আছে। তবে সে ছাড়াও বাকিদের নজরে রাখবে পুরো দল।

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘চেনচোকে সবাই চেনে। তার ক্ষমতা সম্পর্কেও জানে। তবে সে ছাড়াও এই দলে আরও কয়েকজন ভাল ফুটবলার আছে। আশা করি তারা আমাদের জন্য ভয়ঙ্কর হবে না।’

দু’দলের ১৪ দেখায় ঐ একবারই হেরেছিল বাংলাদেশ। ১১ বার হারিয়েছে ড্রাগন বয়েজদের।

ভুটানের হেড কোচ জাপানের আতুসি নাকামুরা বলেন, ‘আমি নতুন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। ম্যাচেও চেষ্টা করব। তবে সহজ হবে না। বাংলাদেশ সিরিয়াস প্রতিপক্ষ। তাদের দেশ রাজনৈতিক সমস্যায় ভুগেছে। সেটাই তাদের ভাল খেলতে উদ্বুদ্ধ করবে।’

ভুটান অধিনায়ক নিমা ওয়াঙ্গদি বলেন, ‘আমাদের দলটা তরুণ তবে আত্মবিশ্বাসী। গত বছর হংকংকে হারিয়েছি। আবারও সুযোগ হোম গ্রাউন্ডে বাংলাদেশের সঙ্গে ভাল খেলা।’

 

Link copied!