অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই। ফলে টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্ব দেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। মঙ্গলবার রাতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ওপেনার লিটন কুমার দাসকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সিরিজে নতুন মুখ হিসেবে আছেন রিপন মণ্ডল। এনসিএল টি-টোয়েন্টি খেলতে তিনি ছিলেন সিলেটে। এখন ক্যারিবিয়ানের বিমান ধরবেন তিনি। এছাড়া ফেরানো হয়েছে আফিফ হোসেনকেও।
আগামী ১৬ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ১৮ ও ২০ ডিসেম্বর হবে পরের দুই ম্যাচ। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে সবগুলো ম্যাচই শুরু হবে ভোর ৬টায়।
দুই দল এ পর্যন্ত ১৬ বার পরস্পরের মোকাবিলা করেছে ক্রিকেটের এই সংস্করণে। তার মধ্যে বাংলাদেশ ৫ বার জিতেছে, হেরেছে ৯ বার। আর বাকি ২ ম্যাচের কোনো ফলাফল হয়নি।
টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল।