• ঢাকা
  • সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০, ২৮ রজব ১৪৪৬
নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ভারতকে মাত্র ৬৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০২:৫২ পিএম
ভারতকে মাত্র ৬৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
সুমাইয়া আক্তার অপরাজিত ২১ রান করেন। ছবি : সংগৃহীত

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ভারতকে মাত্র ৬৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল। মালয়েশিয়ায় টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়েন সুমাইয়া আক্তাররা। খেলা শুরু হয় দুপুর সাড়ে ১২টায়। শেষ পর্যন্ত বাংলাদেশ ৮ উইকেটে মাত্র ৬৪ রান করেছে।

বাংলাদেশের পক্ষে অধিনায়ক সুমাইয়া অপরাজিত ২১ ও জান্নাতুল মাউয়া ১৪ রান করেন। এছাড়া, আর কোনো খেলোয়াড়ই দুই অঙ্কে পৌঁছতে পারেন।
ভারতের বৈঞ্চবি শর্মা ৩টি উইকেট লাভ করেন।  

এই পর্বে দুটি ম্যাচ খেলবে জুনিয়র টাইগ্রেসরা। ভারত ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের যুবা মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ।

মালয়েশিয়ায় চলমান নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ।

একদিন বিরতি দিয়ে বাংলাদেশের পরের ম্যাচ ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

‘ডি’ গ্রুপ রানার্স-আপ হওয়ায় সুপার সিক্সে গ্রুপ-১ এ খেলবে বাংলাদেশ। সেখানে আরও আছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড আছে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী ১ নম্বর গ্রুপে রাখা হয়েছে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের সেরা ছয় দলকে।

সুপার সিক্সে গ্রুপ-২ এ খেলবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড।

Link copied!