• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬

ভারতকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৯:১২ পিএম
ভারতকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
ব্যাট করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন, স্বাগতিক ভারতকে ১২৮ রানের জয়ের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। রোববার রাতে গোয়ালিয়রে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১২৭ রান করেছে। 

বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ ৩২ বলে ৩টি চারে ৩৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৭ রান করেন ২৫ বলে ১টি করে চার ও ছক্কায়। তাসকিন আহমেদ ১২, তাওহীদ হৃদয় ১২, রিশাদ হোসেন ১১, পারভেজ হোসেন ইমন ৮, জাকের আলি ৮ রান করেন।

ভারতের অর্শ্বদীপ সিং ও বরুণ চক্রবর্তী ৩টি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশ এর আগে পাকিস্তান সফর করে। সেখানে বাংলাদেশ ২-০ ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে দেয়। পাকিস্তানের বিপক্ষে যেভাবে খেলেছে বাংলাদেশ, সেভাবে খেলতে পারেনি ভারতের সঙ্গে। ফলে হোয়াইট ওয়াশ হতে হয়েছে টাইগারদের।

বাংলাদেশ ও ভারতের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। 

বাংলাদেশ অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের তুলনায় অনেক পিছিয়ে। দুই দলের আগের ১৪টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১৩টিতে আর বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে পরাজিত হয়েছে সফরকারী বাংলাদেশ দল। এখন দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটি আজ রোববার গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। রাত সাড়ে সাতটায় মাঠে গড়িয়েছে বাংলাদেশ ও স্বাগতিক দলের ম্যাচটি।

Link copied!