• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
নারী এশিয়া কাপ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের টার্গেট ৭ ওভারে ৪১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ১১:৫৮ এএম
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের টার্গেট ৭ ওভারে ৪১

এশিয়া কাপে নিজেদের পঞ্চম ম্যাচে সোমবার (১০ অক্টোবর) মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিলেটের মাঠে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে খেলতে পারেনি লঙ্কান মেয়েরা। ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান করতেই বৃষ্টির কবলে পড়ে ম্যাচ। 

ইনিংসের শুরুতে মাত্র ৬ রানে আউট হন চামারী অথপথু। তার উইকেট তুলে নিয়ে আন্তর্জাতিক আসরে শততম উইকেট স্পর্শ করলেন বাংলাদেশের ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার জাহানারা আলম।

দলের ৩১ রানে দ্বিতীয় উইকেট দখল করে বাংলাদেশ। একই রানে তৃতীয় উইকেটও হারায় শ্রীলঙ্কা। তিন উইকেট হারিয়ে দল বেশ চাপে পড়লে হাসিনি পেরেরা ও নিলাক্ষী ডি সিলভা দলের হাল দশরেন। তবে ৬০ রানে হাসিনি আউট হন। কাভিশা দিলহারিকে নিয়ে ইনিংস বড় করার চেষ্টা করতে পারেননি নিলাক্ষী। ব্যক্তিগত ১১ রানে বিদায় হন কাভিশা। দলীয় রান ৫ উইকেটে ৮৩ হওয়ার পর বৃষ্টির কবলে পড়ে ম্যাচ। দীর্ঘ সময় বন্ধ থাকার পর বৃষ্টি আইনে জয়ের জন্য বাংলাদেশের ৭ ওভারে ৪১ রান করতে হবে। 

বাংলাদেশের রুমানা আহমেদ দুইটি উইকেট পান। একটি করে উইকেট পান জাহানারা আলম, সানজিদা আকতার মেঘলা ও ফাহিমা খাতুন।  

Link copied!