চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ‘বি’ গ্রুপের এক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রান করেছে। ২০১৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে এ ম্যাচে জিততে ১০৪ রান করতে হবে।
বাংলাদেশের সঙ্গে এরআগে ওয়েস্ট ইন্ডিজ এই ফরম্যাটে তিন ম্যাচে তিনবারই জয়লাভ করেছে। বৃহস্পতিবার রাতের এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া, দিলারা আকতার ১৯, সোবহানা মুশতারি ১৬, রিতু মনি ১০, সাথী রানী ৯ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে কারিশমা রামহারাক ৪টি এবং এফি ফ্লেচার ২টি উইকেট লাভ করেন।
এর আগে ২০১৪ সালের ২৬ মার্চ সিলেটে প্রথম দেখায় ৩৬ রানে জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজ। এপর ২০১৬ সালের ২০ মার্চ ভারতের চেন্নাইয়ে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়ে বাংলাদেশ ৪৯ রানে হেরে যায়। ২০১৮ সালের ৯ নভেম্বর প্রভিডেন্সে শেষ বারের মতো ম্যাচে বাংলাদেশ ৬০ রানে পরাজিত হয়।
এবার স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেই সঙ্গে বিশ্বকাপে দীর্ঘ ১০ বছরের জয়খরা কাটায় নিগার সুলতানা জ্যোতিরা।