• ঢাকা
  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতের কাছে হেরে বাংলাদেশ রানার্সআপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৯:৩৮ পিএম
ভারতের কাছে হেরে বাংলাদেশ রানার্সআপ
বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বয়সভিত্তিক সাফ অঞ্চলের ফুটবলের অনূর্ধ্ব -২০, অনূর্ধ্ব-১৫ ইত্যাদি আসরের শিরোপা জিতেছে। কিন্তু সাফ অনূর্ধ্ব-১৭ আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবারও স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ সাফ ফুটবলে। সোমবার ভুটানের রাজধানীতে অনুষ্ঠিত ফাইনালে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ০-২ গোলে পরাজিত হয়ে রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকল। ফাইনালে প্রথমার্ধে কোন গোল হয়নি। ম্যাচের ৫৮ মিনিটে ও ইনজুরি সময়ে গোল দুটি করে এবং শিরোপা অক্ষূন্ন রাখে। এটা ছিল দ্বিতীয় আসর। প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয় ভারত। ছোটদের দ্বিতীয় আসরের ফাইনালের আগে বাংলাদেশের কোচ ভারতকে টপ ফেভারিট বলে মন্তব্য করে বলেছিলেন, ‍‍`ভারত অবশ্যই ফেভারিট। কিন্তু আমরা অবশ্যই জয়ের জন্য লড়বো।‍‍` না, সেটা আর সম্ভব হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম গোল হজমের পর চারটি পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ মারুফুল। কিন্তু তাতেও কাজ হয়নি। এবারের আসরে বাংলাদেশ মাত্র ১ পয়েন্ট পেয়ে সৌভাগ্যক্রমে সেমিফাইনালে উঠে। সেখানে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে।

Link copied!