• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

ইংলিশ লিগের তারকা হামজার জন্য সবকিছু করতে প্রস্তুত বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৩:০২ পিএম
ইংলিশ লিগের তারকা হামজার জন্য সবকিছু করতে প্রস্তুত বাংলাদেশ
হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের তারকা খেলোয়াড় বাংলাদেশের হামজা চৌধুরী। তার খেলা দেখার জন্য ব্যাকুল হয়ে আছে দর্শকরা।

লাল-সবুজের জার্সিতে কবে হবে হামজার অভিষেক তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই বাংলাদেশি ফুটবল সমর্থকদের। গুঞ্জন রয়েছে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে হামজার। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটি ভারতে অনুষ্ঠিত হবে, আর সম্ভাব্য ভেন্যু শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম।

তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে দলে ভেড়াতে চাইছে ফিফা উইন্ডোর আগেভাগেই।

যদিও ইংল্যান্ডের ক্লাবগুলো সাধারণত ফুটবলার জাতীয় দলের জন্য ছাড়ে আন্তর্জাতিক ম্যাচের ৭২ ঘণ্টা আগে। আন্তর্জাতিক নিয়মও তাই। তবে হামজা চাইলে তাতে নমনীয় হতে পারে তার বর্তমান ক্লাব লেস্টার সিটি। লন্ডনে গিয়ে সম্প্রতি তার সঙ্গে সাক্ষাত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সে সাক্ষাতে হামজার সঙ্গে সে বিষয়েই কথা হয়েছে তার।

বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু হামজার সঙ্গে তাবিথের সাক্ষাৎ নিয়ে বলেন, ‘(হামজার) ক্লিয়ারেন্সের জন্য আমাদের সভাপতি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে লন্ডনেও গিয়েছেন। লন্ডনে গিয়ে হামজা ও তার পরিবারের সঙ্গে কথা বলেছে। আর বাংলাদেশে তাকে যে প্রকার সুযোগ-সুবিধা দেয়া হবে সেটার জন্যও আমাদের সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

হামজার জন্য বাফুফেকে বাড়তি কিছু কাজ করতে হবে। ফিজিও, ডাক্তারদের মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। সঙ্গে আরও বাড়তি কিছু বিষয় আছে। তার জন্য সব কিছু করতে রাজি ফেডারেশন।

বাবুর কথা, ‘অবশ্যই হামজার সঙ্গে আমাদের একটা শর্ত থাকবে। আর হামজাও আমাদের তার জন্য কিছু পদক্ষেপ নিতে বলবে। সেই যেই শর্ত দেক, আমরা তা করতে প্রস্তুত আছি। ফিজিও, ডাক্তার থেকে শুরু করে যা যা প্রয়োজন আমরা তা সব দিতে প্রস্তুত।’

হামজার মতো প্রিমিয়ার লিগের খেলোয়াড় দলে আসায় বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুও বেড়ে গেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে। বেশ কিছু প্রতিষ্ঠান এখন আগ্রহ দেখাচ্ছে বাফুফের কাছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে সহসাই দেখা যেতে পারে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের লোগো, জানালেন আমিরুল।

তার ভাষ্য, ‘হামজা বাংলাদেশের ফুটবলে দলের জার্সিতে প্রতিনিধিত্ব করবে এটাই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এদিকে দেশ ও বিদেশের অনেক স্পন্সর আমাদের দেশে আসার জন্য যোগাযোগ করেছে। ভারত থেকেও স্পন্সর আগ্রহ দেখিয়েছে।’

Link copied!