• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৬:৪৯ পিএম
শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বাংলাদেশের
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, তাও আবার বিশ্ব ক্রিকেটের মহাশক্তিধর দলের বিপক্ষে। সেই ম্যাচে জয়টা যে কত বড় প্রেরণা, তা বলে শেষ করা যাবে না। হ্যা, সেটাই করলো বাংলাদেশ ক্রিকেট দল।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে শ্রীলঙ্কা সফর করলো বাংলাদেশ দল। যেখানে প্রথম দুই ম্যাচ টানা হেরে বাজে শুরু করে বাংলাদেশ। তবে এরপরই ঘুরে দাঁড়ায় তারা। শেষ দুই ম্যাচ জিতে সিরিজ ড্র করে। এবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও টানা জয় পেল জুনিয়র টাইগ্রেসরা।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সুপার ওভারে হারিয়েছে বাংলাদেশ। গত আসরের রানার্সআপ শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে ভালো প্রস্তুতি নিয়েই এবার বিশ্বকাপের মূলপর্বে পা রাখবে বাংলাদেশের নারীরা।

কুয়ালালামপুরে টস জিতে আগে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান করে ইংল্যান্ড। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রানে থামে বাংলাদেশ। ফলে খেলা গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশ। যেখানে বড় অবদান সাদিয়া আক্তারের। তিনি ৩ বলে অপরাজিত ৮ রানের ইনিংস খেলেন। যেখানে একটি ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার। ইংল্যান্ডের হয়ে বল হাতে ছিলেন বাঁহাতি স্পিনার কোর্টিন কোলম্যান।

সুপার ওভারে ১২ রানের লক্ষ্যমাত্রা পেরোতে পারেনি ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই সময়ে হাবিবা আক্তারের ওপর ভরসা রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন এই পেসার। হাবিবার প্রথম ৫ বল থেকে ইংলিশরা সংগ্রহ করে ৯ রান। ফলে শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪ রান। তবে ২ রানের বেশি নিতে পারেননি প্রিশা তানাওয়ালা।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী দল এরআগে ইংল্যান্ডকে হারাতে পারেননি। অনূর্ধ্ব-১৯ দলটি এরআগে তাদের বিপক্ষে খেলেওনি। তাই বয়সভিত্তিক ও জাতীয় দল সবমিলিয়ে এবারই প্রথম ইংলিশ নারীদের হারিয়েছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরের পর্দা উঠবে আগামী ১৮ জানুয়ারি। ‘ডি’ গ্রুপ থেকে লড়ছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।

খেলা বিভাগের আরো খবর

Link copied!