কঠিন সমীকরণকে সামনে রেখেই মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। হারলে তো বাদ পড়তেই হতো, এমনকি ড্র করলেও বিদায় নিতে হতো। বেশ চাপ নিয়ে খেলতে নেমে জয় নিয়েই মাঠ ছেড়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
রোববার (৩০ এপ্রিল) বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নেমেছিল। সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়েই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ।
গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা স্বাগতিকদের হারিয়েছে ৩-০ গোলের বড় ব্যবধানে। গ্রুপে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠেছে তারা।
ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতির পর ম্যাচে জোড়া গোল করে ৩-০ গোলের দাপুটে জয় পায় তারা।
তবে বাংলাদেশকে অনেকখানি এগিয়ে দেয় প্রতিপক্ষ খেলোয়াড়দের ভুল। ম্যাচে দুই পেনাল্টি আদায় করে বাংলাদেশ। ম্যাচের ২১ ও ৫৫ মিনিটে পেনাল্টি থেকে জোড়া গোল আদায় করেন সুরভী আকন্দ প্রীতি। ম্যাচের ৬২ মিনিটে শেষ ও জয়সূচক গোলটি করেন সুলতানা আক্তার। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে।
বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল তুর্কমেনিস্তানের। প্রথম ম্যাচে বড় জয় পায় রুমা-প্রীতিরা। প্রতিপক্ষকে ৬-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। `ডি` গ্রুপে বাংলাদেশই একমাত্র দল যাদের বিপক্ষে প্রতিপক্ষ একবারও গোল আদায় করতে পারেনি।
বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের খেলা হবে ১৬-২৪ সেপ্টেম্বর। তবে এখনো ভেন্যু নির্ধারণ করা হয়নি।