• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ২০ রবিউস সানি ১৪৪৬
মিরপুর টেস্ট

দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ৮১ রানে এগিয়ে, খেলা গড়ালো চতুর্থ দিনে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৪:৫৩ পিএম
দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ৮১ রানে এগিয়ে, খেলা গড়ালো চতুর্থ দিনে
সেঞ্চুরির অপেক্ষায় মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‍‍`দানা‍‍`র প্রভাবে বৃষ্টিপাতের কারণে মাঝপথে বন্ধ হয়ে যায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। শেষ পর্যন্ত আর খেলা হয়নি। তা গড়ায় চতুর্থ দিনে। প্রথম ইনিংসে মাত্র ১০৬ রান করা স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এই টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে যখন ৭ উইকেটে ২৮৩ রান করে তখনই বৃষ্টি শুরু হয়। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩০৮ রান করে। ফলে ইনিংস পরাজয়ের মুখে পড়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ ও নবাগত জাকের আলি অসাধারণ এক জুটি গড়েন। তাদের দুজনের হাফ সেঞ্চুরির উপর ভর করে বাংলাদেশ ফলোয়ান এড়াতে সমর্থ হয় এবং আপাতত ৮১ রানে লিডে আছে টাইগাররা। মিরাজ এখনো অপরাজিত আছেন ৮৭ রান নিয়ে। ৫৮ রান করে অভিষেক টেস্টকে স্মরণীয় করে রাখেন জাকের। মিরাজের সঙ্গে ১৬ রানে অপরাজিত আছেন হাসান মাহমুদ। উল্লেখ্য, এই টেস্টের মধ্য দিয়ে মিরপুরে ফরম্যাটটিকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তা জনিত কারণে তাকে দেশে আসতে বারণ করে বিসিবি।

Link copied!