• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
সাফ চ্যাম্পিয়নশিপ

ভুটানের জালে প্রথমার্ধেই ৫ গোল বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০২:৫৭ পিএম
ভুটানের জালে প্রথমার্ধেই ৫ গোল বাংলাদেশের
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ভুটানের বিপক্ষে দারুণ খেলে প্রথমার্ধেই ৫-১ গোলে এগিয়ে রয়েছে।

বাংলাদেশের হয়ে অধিনায়ক সাবিনা খাতুন ও তহুরা খাতুন ২টি করে এবং ঋতুপর্ণা চাকমা ১টি গোল করেন। আর ভুটানের পক্ষে একমাত্র গোলটি করেন ডেকি লাহাজম।   

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩-১ গোলে গুড়িয়ে দিয়ে বুধবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে লাল-সবুজের দল। পাকিস্তানের সঙ্গে ১-১ ড্র করায় এক পর্যায়ে বাংলাদেশের সেমিফাইনালে উঠাই অনিশ্চিত হয়ে পড়েছিল। সব শঙ্কা উড়িয়ে ভারতের বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত জয়ে বাংলাদেশ শেষচার নিশ্চিত করে।

বাংলাদেশ ৪ পয়েন্ট পেয়ে ‍‍‘এ‍‍’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়। তারা সেমিফাইনাল খেলছে ‍‍‘বি‍‍’ গ্রুপের রানার্সআপ ভুটানের বিপক্ষে। রোববার দুপুর দেড়টায় দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ায়।

একইদিন বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ‍‍‘এ‍‍’ গ্রুপের রানার্সআপ ভারত ও ‍‍‘বি‍‍’ গ্রুপের চ্যাম্পিয়ন স্বাগতিক  নেপাল। ৩০ অক্টোবর ফাইনাল।

বৃহস্পতিবার রাতে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে ‍‍‘বি‍‍’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় নেপাল।

এবার সাফ নারী আসরের শিরোপা অক্ষূন্ন রাখতে পারলে নতুন বাংলাদেশের জন্য সেটা হবে আরেক সাফল্য।

 

Link copied!