বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য টিকিট মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে টিকিট। সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা।
চলতি বছরের ৪ ও ৭ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম দুই ওয়ানডে। টিকিট বিক্রি শুরু হবে ৩ ডিসেম্বর সকাল্য ৯ টায়। টিকিট প্রাপ্যতা সত্ত্বে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিক্রি হবে টিকিট। অবশিষ্ট থাকলে ম্যাচের আগের দিন সকালেও বিক্রি হবে টিকিট।
পূর্ব দিকের গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে সবচেয়ে কম, ২০০ টাকা। উত্তর-দক্ষিণ গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা। ভিআইপি গ্যালারি ১০০০ টাকা ও গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আজ সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় দল। সিরিজ শুরুর আগে শুক্রবার ও শনিবার তারা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ হবে ১০ ডিসেম্বর, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।