চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।
টেস্ট অভিষেক হচ্ছে তানজিম সাকিবের। সকালেই তানজিমের মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন বাংলাদেশের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় মুশফিকুর রহিম।
সিলেট টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান ও খালেদ আহমেদ। একাদশে সুযোগ পেয়েছেন এনামুল হক।
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১০টায় শুরু দ্বিতীয় টেস্ট। সিলেট টেস্টে গেরে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানজিম হাসান, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।