• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ১১:১৫ এএম
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ওয়ানডেতে বড় জয় পেয়েছিল বাংলাদেশ নারী দল। আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগ্রেসদের। অন্যদিকে সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই আয়ারল্যান্ড নারী দলের।

গত ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কয়েন ভাগ্য সহায় হয়নি নিগার সুলতানা জ্যোতির। এবার আইরিশরাও শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। 

শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় মিরপুরে ম্যাচটি শুরু হবে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে আজ আগে বোলিং করবে নিগার সুলতানা জ্যোতির দল। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। 

প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে রেকর্ড সংগ্রহ গড়ে নিগার সুলতানা জ্যোতির দল। শারমির আক্তারের ৯৬ রানের ইনিংসের সুবাদে ৪ উইকেটে ২৫২ রান করে লাল-সবুজের দল। জবাবে ব্যাট করতে নেমে আইরিশরা অল আউট হয়েছে ৯৮ রানেই। ফলে ১৫৪ রানের বড় জয়ে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ।

রান বিবেচনায় এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ১১৯ রানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই জয়ের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানের জয় পেল বাঘিনীরা। ১৫৪ রানের এই জয় বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সবোর্চ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড।

২৫২ রানের লক্ষ্য দেয়ার পর বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশের বোলাররা। তৃতীয় ওভারেই দুই উইকেটের দেখা পায় বাংলাদেশ। মারুফা আক্তারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে গ্যাবি লুইস আউট হওয়ার পর রান আউট হন অ্যামি হান্টার।

দলীয় ১০ রানেই ২ উইকেট হারানো আয়ারল্যান্ড এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। সুলতানা খাতুন-নাহিদা আক্তারদের তোপের মুখে পড়ে সুবিধা করে ওঠতে পারেনি সফরকারী ব্যাটাররা। ফলে ৯৮ রানেই অল আউট হলে ১৫৪ রানের বড় জয় পায় টাইগ্রেসরা।

আয়ারল্যান্ড একাদশ

সারাহ ফোর্বস, গ্যাবি লুইস, অ্যামি হান্টার (অধিনায়ক), অরলা প্রেন্ডারগাস্ট, লরা ডেলানি, লেয়া পল, উনা রেমন্ড-হোই, আর্লেন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট, অ্যামি ম্যাগুয়ার।

বাংলাদেশ একাদশ

ফারজানা হক, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, শারমিন আক্তার, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, মারুফা আক্তার।

Link copied!