• ঢাকা
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬
কানপুর টেস্ট

দুই ওপেনার হারিয়ে বিপদে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১২:১৭ পিএম
দুই ওপেনার হারিয়ে বিপদে বাংলাদেশ
সাদমান ও জাকির। ছবি : সংগৃহীত

নতুন বলে সাবধানী শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে ভালোভাবেই সামলেছেন তারা। তবে আকাশ দীপ আক্রমণে এসেই দুই ওপেনারকে ফেরালেন।

কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে চলতি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল।২৬ ওভার শেষে মধ্যান্যভোজের বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭৪ রান। ২৮ রান নিয়ে উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত। অপর ব্যাটার মুমিনুল হক রয়েছেন ১৭ রানে।

ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন আকাশ। তার ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের খানিকটা বাইরে গুড লেংথে করেছিলেন এই পেসার। সেখানে ডিফেন্স করতে গিয়ে আউট সাইড এজে বল চলে যায় তৃতীয় স্লিপে। সেখানে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন জয়সাওয়াল। ২৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি জাকির।

আরেক ওপেনার সাদমানকেও ফেরালেন আকাশ। ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন এই ওপেনার। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে না পারলেন তিনি। ৪ চারে ৩৬ বলে ২৪ রান এসেছে সাদমানের ব্যাট থেকে।

এর আগে চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে জিতে সিরিজে এগিয়ে যায় ভারত।

Link copied!