• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬
রাওয়ালপিন্ডি টেস্ট

চার হাফ সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ১২:২৪ এএম
চার হাফ সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ
মুমিনুল আউট হলেও দলের হাল ধরেছেন মুশফিক। ছবি: সংগৃহীত

টেস্ট বিশ্বে বর্তমানে তৃতীয় সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তানের ইনিংসে একটি উইকেট লাভ করার পর সাকিব ব্যাট হাতে দ্রুতগতিতে ১৬ বলে ২টি চারে সাইম আইয়ুবের বলে শান মাসুদের তালুবন্দী হন ১৫ রান তুলে। সাকিব আশা পূরণ করতে না পারলেও বাংলাদেশ দলে তার চার সতীর্থের হাফ সেঞ্চুরি করেন।

তাদের এই সাফল্যের কারণে বাংলাদেশ দল পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে ৫ উইকেটে ৩১৬ রান করে সুবিধাজনক অবস্থায় আছে। 

আগের দিনের বিনা উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। জাকির(১২) আউট হয়ে গেলেও অপর ওপনার সাদমান ইসলাম ঠিকই চমৎকারভাে খেলেছেন।  কিন্তু সাদমান মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। ১২টি চারে ৯৩ রান করে মোহাম্মদ আলির বলে বোল্ড হন সাদমান। মুমিনুল হক ৫০ রান করে খুররম শাহজাদের বলে বোল্ড হন। মুশফিকুর রহিম ৫৫ ও লিটন দাস ৫২ রানে অপরাজিত আছেন। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৬ রানে আউট হন। 

পাকিস্তানের খুররম শাহজাদা ২টি এবং নাসিম শাহ, মোহাম্মদ আলি ও সাইম এজটি করে উইকেট লাভ করেন। 

সফরকারী বাংলাদেশ দল ১৩২ রানে পিছিয়ে থেকে আজ শনিবার রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে।

Link copied!