• ঢাকা
  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুব বিশ্বকাপ হকির মূল পর্বে খেলার আশা বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৩:৫০ পিএম
যুব বিশ্বকাপ হকির মূল পর্বে খেলার আশা বাংলাদেশের
পুরুষ হকি দলের সঙ্গে ফেডারেশনের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

নারী ও পুরুষ যুব হকি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওমানে। এই টুর্নামেন্ট যুব বিশ্বকাপ হকির বাছাইপর্ব হিসেবেও গণ্য করা হয়। কারণ, এই আসরের ফলাফলের ওপর ভিত্তি করেই বিশ্বকাপের জন্য এশিয়া অঞ্চলের দলগুলো চূড়ান্ত হয়ে থাকে। বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দলের লক্ষ্য ওমান আসরে ভালো করার মাধ্যমে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা।

পুরুষ অনূর্ধ্ব-২১ দলের কোচ হিসেবে রয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও বিকেএসপির কোচ মওদুদুর রহমান শুভ। যুব বিশ্বকাপে এশিয়ার শীর্ষ ৬ দল (স্বাগতিক ভারত) খেলার সুযোগ পাবে। তাই বাংলাদেশের বেশ সম্ভাবনা দেখছেন শুভ। বলেছেন, ‘আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য গ্রুপে তৃতীয় হওয়া। গ্রুপে তৃতীয় হতে পারলেই বিশ্বকাপ খেলা সম্ভব।’

নারী হকি দলের সঙ্গে ফেডারেশনের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ওমান, পাকিস্তান, চীন ও মালয়েশিয়া। পাকিস্তান ও মালয়েশিয়াকে গ্রুপের শীর্ষ বাছাই ধরে বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে কোচ বললেন, ‘চীন এখন অনেক উন্নতি করেছে। তারপরও আমরা তাদের হারানোর সামর্থ্য রাখি। ওমানকে কিছুদিন আগেই হারানোর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের।’

সিঙ্গাপুরে জুনিয়র এএইএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই বাংলাদেশ দল এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ওই দলের কোচকে সরিয়ে শুভকে নতুন কোচ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

নতুন দায়িত্বকে বাড়তি চাপ মনে করছেন না শুভ। বলেছেন, ‘দলের সব খেলোয়াড়ই বিকেএসপির। আমিও বিকেএসপির কোচ। ফলে বোঝাপড়া ও সামর্থ্য বিশ্লেষণে কোনো সমস্যা হবে না।’

নারী দলের কোচও বিকেএসপির। জাতীয় দলের সাবেক খেলোয়াড় রাজু সেই দায়িত্বে। দলের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘প্রায় তিন মাস ধরে অনুশীলন করছে মেয়েরা। অবশ্য বিদেশি দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ এখনো হয়নি তাদের। মেয়েদের গ্রুপ থেকে ৫টি দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। আমরা চেষ্টা করব বিশ্বকাপে যোগ্যতা অর্জনের।’

নারী হকি দলের অধিনায়ক অর্পিতা পাল। সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ কাপে তিনি বাংলাদেশ দলের সর্বোচ্চ গোলদাতা ও কয়েকটি ম্যাচের সেরা খেলোয়াড়। ওমানেও নিজের সেরাটা দিতে চান, ‘অবশ্যই নিজের সেরা পারফরম্যান্স করে দলকে জেতাতে চাই।’

বাংলাদেশ পুরুষ দল ২৩ নভেম্বর ওমানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে। নারী দল যাবে ৩ ডিসেম্বর। বুধবার দুই দলই রাজধানীর ফ্যালকন হলে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সঙ্গে ফটোসেশন করেছে।

হকি ফেডারেশন ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ‘শৃঙ্খলা বজায় রেখে সবাই সবার সেরা খেলাটা খেলবে দেশের জন্য। দেশবাসীর দোয়া তোমাদের সাথে রয়েছে।’

 

Link copied!