• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩, ০২:২৯ পিএম
জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ দলের উইকেট লাভ উদযাপন। ছবি: সিংগৃহীত

প্রথমবারের মত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। টাইগার স্পিনারদের ঘূর্ণিতে রীতিমতো দিশেহারা নিউজিল্যান্ডের ব্যাটাররা। তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজদের কল্যাণে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম এখন উৎসবের কেন্দ্রবিন্দু। 

তবে নিউজিল্যান্ডও খুব একটা পিছিয়ে নেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জয়ের জন্য তাদের দরকার মাত্র ৪৭ রান। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা করেছে ৬ উইকেটে ৯০ রান। 

১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করছে কিউইরা। শনিবার ঢাকা টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৪ রান করে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৭২ রান। জবাবে ৮ রানের লিড নিয়ে ১৮০ রানে থামে নিউজিল্যান্ড। 

সকাল থেকেই মিরপুরে ব্যাপক আকারে টার্ন পেয়েছিলেন স্পিনাররা। তাতে সুবিধা পায় দু’দলের স্পিনাররাই। 

নিউজিল্যান্ডের ফিলিপস ১৭ ও সান্টনার ৯ন রানে অপরাজিত রয়েছেন। এই জুটি দ্রæত ভাঙতে পারলে বাংলাদেশের জয় চলে আসতে পারে। আবার একটু ধৈর্য ধরে খেলতে পারলে নিউজিল্যান্ডও জিতে যেতে পারে। 

প্রথম টেস্টে ১৫০ রানে জিতে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

 

 

 

 

 

 

Link copied!