• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভুটানে উচ্চতা সমস্যায় বাংলাদেশ ফুটবল দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৯:০৪ পিএম
ভুটানে উচ্চতা সমস্যায় বাংলাদেশ ফুটবল দল
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দল দুটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচে অংশ নিতে এখন ভুটানে অবস্থান করছে। আগামী বৃহস্পতিবার ও রোববার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশ দলের সমস্যা হচ্ছে উচ্চতা নিয়ে। দলের খেলোয়াড়দের শ্বাসপ্রশ্বাসে কষ্ট হচ্ছে। সেটা নিয়ে কিছুটা হলেও চিন্তিত অধিনায়ক জামাল ভূঁইয়া  ও সতীর্থরা।

চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে। সেখানেই প্রাকটিস করার পর জামাল জানালেন, ‍‍‘আমরা মাত্র একদিন প্রাকটিস করেছি। শ্বাস নিতে যথেষ্ট বেগ পাচ্ছি। তবে আরও কয়েকদিন প্রাকটিস করলে মানিয়ে নিতে পারবো বলে আশা করি।‍‍’ 

তিনি আরও বলেন, ‍‍‘ভুটানের ঘরোয়া ফুটবল মৌসুমের মাঝামাঝি সময় এখন। তারা খেলার মধ্যেই রয়েছে।‍‍’

সোহেল রানা বলেন, ‍‍‘আমরা ৬ পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। যদিও এখানকার আবহাওয়া ভোগাচ্ছে আমাদের।’ ‍ 

ডিফেন্ডার রহমত মিয়াও একই কথা বললেন। তিনি বলেন, ‘শ্বাসপ্রশ্বাসের কষ্ট হলেও আমরা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসতে পারবো বলে আশা রাখি। আমাদের দলের কোচ যেভাবে নির্দেশনা দিবেন, তা ফলো করতে পারলে আমরা ভালো করবো।‍‍’

Link copied!