নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে আজ বৃহস্পতিবার বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলবে। রাত ৮টায় শারজায় শুরু হওয়া ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আরেক সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করেও ২১ রানে হেরে যায়। ইংল্যান্ডকে স্বল্প রানে আটকে দিয়েও কাঙ্খিত জয় পায়নি বাংলাদেশ। `বি` গ্রুপ থেকে সেমিফাইনালে উঠার আশা করতে হলে ২০১৬ সালের চ্যাম্পিয়ন ক্যারিবিয়ান নারীদের হারাতেই হবে বাংলাদেশকে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ১৬ রানের ঐতিহাসিক জয় পায় স্কটল্যান্ডের বিপক্ষে। টানা চার আসরে জয়হীন থাকার পর এবার সাফল্য দেখলো বাংলাদেশ। বাংলাদেশের চতুর্থ গ্রুপ ম্যাচ ১২ অক্টোবর শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই গ্রুপে সমান ৪ করে পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। তবে ইংল্যান্ড খেলেছে ২টি ম্যাচ, আর দক্ষিণ আফ্রিকা খেলেছে ৩টি ম্যাচ। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ২ পয়েন্ট করে পেয়েছে। স্কটল্যান্ড কোন পয়েন্ট পায়নি।