এক মাস বাকি রয়েছে এশিয়া কাপের। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। পরে ঘোষণা করা হবে দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আর কিছুদিন পরই শুরু হবে এশিয়া কাপ। এরপর বছরের শেষদিকে রয়েছে ওয়ানডে বিশ্বকাপও। এশিয়া কাপকে সামনে রেখে ক্রিকেটারদের অনুশীলন কবে থেকে শুরু হবে সেটি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। রোববার (৩০ জুলাই) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নান্নু। সেখানে তিনি জানান, এশিয়া কাপের জন্য সোমবার (৩১ জুলাই) থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে টাইগাররা।
৩২ জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষার পর চূড়ান্তভাবে ২১-২২ জনের দল ঘোষণা করা হবে।
মিনহাজুল আবেদিন নান্নু জানান, সোমবার থেকে শুরু হবে ফিটনেস ক্যাম্প এবং ৩ তারিখ হবে ইয়ো ইয়ো টেস্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সোমবার থেকে আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। ক্রিকেটারদের ফিটনেস কোন লেভেলে আছে সেটি আমরা দেখতে চাচ্ছি। এরপর স্কিল টেস্ট, দলের কৌশল এবং নির্দিষ্ট ক্রিকেটারের কার্যকরিতার ভিত্তিতে স্কোয়াড বানাবেন নির্বাচকরা।’
এশিয়া কাপের জন্য ঘোষিত দলে কোচ ও অধিনায়কের মতামতের গুরুত্ব থাকবে বলে জানান নান্নু। ২১-২২ জনের দল আগস্টের ৫ কিংবা ৬ তারিখ ঘোষণা করা হবে।
বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘আমরা ৫-৬ তারিখে এশিয়া কাপের জন্য ২১ বা ২২ জনের একটা দল দেব। দল গঠনে বরাবরের মতই ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান, দলের প্রধান কোচ ও অধিনায়কের মতামতের গুরুত্ব থাকবে।’
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। তার ফল হিসেবেই কি ফ্র্যাঞ্চাইজি লিগে আগ্রহ বেড়েছে লিটন দাস-তাওহীদ হৃদয়দের নিয়ে?
এ নিয়ে নান্নু বলেন, ‘অবশ্যই পারফরম্যান্সের জন্যই খেলোয়াড়দের কদর বাড়ে। পারফরম্যান্স ভালো হচ্ছে, একটা থিতু অবস্থায় খেলোয়াড়রা আছে বলেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলোয়াড়রা ডাক পায়। বিপিএলে আরও পারফর্ম করে আমাদের খেলোয়াড়রা আরও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে। এটা আমাদের ক্রিকেটের বিন্যাসের জন্য ভালো হবে। ’
কয়েকদিন আগে ইমার্জিং এশিয়া কাপ খেলে এসেছে বাংলাদেশ। সৌম্য সরকার, মাহেদী হাসানের মতো অভিজ্ঞদের সঙ্গে তানজিদ হাসান তামিম-রাকিবুল হাসানদের মতো তরুণদের নিয়ে দল গড়া হয়েছিল। এ টুর্নামেন্টে বেশ কয়েকজন তরুণ তাদের নজর কেড়েছে বলে জানান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
তিনি বলেন, ‘ইমার্জিং কাপের আমাদের থাকে আগামী নিয়ে বেশি চিন্তা। ইমার্জিং যখনই খেলি। আমাদের সবাই গেছে। সিনিয়র জুনিয়র মিলে একটা দল। আমার মনে হয় জুনিয়র কয়েকজন বেশ ভালো পারফর্ম করেছে। আনক্যাপড প্লেয়ার লাইক তানজিদ তামিম, রাকিবুল, তানজিম সাকিব। তাদের নিয়ে বসে প্ল্যান করব। ফাইনালে খেলা আশা করেছিলাম। কিছু খেলোয়াড়কে মনে হয়েছে তাদের নিয়ে আগামীতে কাজ করা যায়। ’