• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারাল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ১০:০১ এএম
ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারাল বাংলাদেশ

শেষ ওভারে জয়ের জন‍্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ১০ রান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে সেট ব্যাটার রভম‍্যান পাওয়েলকে স্ট্রাইক দিলেন আলজারি জোসেফ। ধারাভাষ‍্যকাররা তখন বলছিলেন, বিশ্বের যে কোনো বোলারের কাছ থেকে ৫ বলে ৯ রান নিতে পারেন পাওয়েল। কিন্তু এদিন সেটি হতে দিলেন না হাসান মাহমুদ। দ্বিতীয় বলে ডট দেওয়ার পরের বলেন লিটনের হাতে ক্যাচে ফেরান পাওয়েলকে। এক বল পর দারুণ এক ডেলিভারিতে জোসেফের স্টাম্প উপড়ে ফেলেন হাসান। দলকে এনে দিলেন ৭ রানের রুদ্ধশ্বাস জয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের কিংসস্টাউনে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। 

জবাবে টাইগারদের বোলিং তাণ্ডবে ১৯.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ২০১৮ সালের পর টি-টোয়েন্টিতে ক‍্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম জয়ে তিন ম‍্যাচের সিরিজে এগিয়ে গেল লিটন দাসের দল।  

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৭/৬ (তানজিদ ৬, সৌম‍্য ৪৩, লিটন ০, আফিফ ৮, জাকের ২৭, মেহেদি ২৬*, শামীম ২৭, রিশাদ ২*; আকিল ২/১৩, ম‍্যাককয় ২/৩০, শেফার্ড ১/৩৩)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৫ ওভারে ১৪০ (কিং ১, চার্লস ২০, পুরান ১, চেইস ৭, ফ্লেচার ০, পাওয়েল ৬০, মোটি ৬, আকিল ২, শেফার্ড ২২, জোসেফ ৯, ম‍্যাককয় ০*; হাসান ২/১৮, তাসকিন ২/২৮, শেখ মেহেদি ৪/১৩, তানজিম ১/৪৭, রিশাদ ১/৩২)।

ফল: বাংলাদেশ ৭ রানে জয়ী।

Link copied!