ওমানে জুনিয়র হকিতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।
মঙ্গলবার (২৩ মে) বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচে ২-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।
ম্যাচের ২২ মিনিটেই প্রথম গোল আদায় করে বাংলাদেশ। তাসিন আলী ফিল্ড গোলের মাধ্যমে দলকে লিড এনে দেন। বাংলাদেশকে অবশ্য দ্বিতীয় গোলের জন্য খুব একটা অপেক্ষা করতে হয়নি। প্রথম গোলের উৎসব শেষ হতে না হতেই দুই মিনিট পরই দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। জাহিদ হাসানও ফিল্ড গোলের মাধ্যমে ব্যবধান ২-০ করেন।
ম্যাচে গোল না পেলেও চমৎকার পারফর্ম্যান্স ছিল ফরোয়ার্ড রাকিবুল হাসান রকির। তিনি গোল না পেয়েও হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।
এর আগে জুনিয়র হকিতে ওমানের বিপক্ষে বছরের শুরুতে মাঠে নেমেছিল বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সেই ম্যাচ বাংলাদেশ জিতে নিয়েছিল ৭-৬ গোলের ব্যবধানে। বাংলাদেশ খেলছে `বি` গ্রুপে। তাদের বাকি প্রতিপক্ষ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান।