• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ২ শাওয়াল ১৪৪৬
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

মালয়েশিয়াকে ২৯ রানে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ১১:৪৬ এএম
মালয়েশিয়াকে ২৯ রানে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সুপার ফোর আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশের নারী দল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরে মালয়েশিয়াকে গুঁড়িয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হলো সুমাইয়া আক্তাররা।

এদিন প্রথমে ব্যাট করেন ৫ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ। জবাবে ১৪.৫ ওভারে ২৯ রানেই অলআউট হয়ে যায় মালয়েশিয়া।

মালয়েশিয়ার ইনিংসে সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। এ ছাড়া ৩ রান করেছেন দুজন, ২ রান একজন, ১ রান চারজন। শূন্য রানে ফিরেছেন তিনজন।

বাংলাদেশের নিশিতা আক্তার ৩ রানে ৫ উইকেট নিয়েছেন। এ ছাড়া হাবিবা ইসলাম ৩ ও আনিসা আক্তার ২ উইকেট।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান করেন জান্নাতুল মাওয়া। সাতে নেমে ১৯ বলে ৩১ রান করেছেন সাদিয়া আক্তার।

সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলঙ্কা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোর শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল ২২ ডিসেম্বর।

Link copied!